‘যখন ভারতে হামলা করব, পুরো দুনিয়া দেখবে’: পাকিস্তানের হুঁশিয়ারি

বৃহস্পতিবার রাতে ভারতে মিসাইল হামলার পর নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারত-পাকিস্তান উত্তেজনা। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, এ হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে। কিন্তু ইসলামাবাদ এমন অভিযোগ সাফ উড়িয়ে দিয়ে বলেছে, আমরা যদি হামলা করি, সেটা ঘোষণা দিয়েই করব—এখনো সময় আসেনি। যখন করব, গোটা বিশ্ব দেখবে। এতদিন হামলার হুমকি দিয়ে গেলেও এখনও পর্যন্ত পাল্টা কোনো হামলা চালায়নি পাকিস্তান।
গত ৬ মে রাতভর পাকিস্তানের নয়টি স্থাপনায় বিমান হামলা চালায় ভারত। এতে নারী ও শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক মানুষ নিহত হয় বলে দাবি পাকিস্তানের। ভারতের ব্যাখ্যা, তারা “সন্ত্রাসী ঘাঁটি” লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসলামাবাদের পাল্টা দাবি করেছে ,ভারত শুধু মসজিদ টার্গট করে হামলা করেছে।
ভারতের হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণে বলেছেন, প্রত্যেকটি রক্তবিন্দুর বদলা নেওয়া হবে।
দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে ভারতবিরোধী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত হবে।
বিশ্লেষকদের মতে, এবারকার হামলা ২০১৯ সালের বালাকোট অভিযানের চেয়েও বড়। ওয়াশিংটনভিত্তিক বিশ্লেষক মাইকেল কুগেলম্যানের আশঙ্কা, পাকিস্তান থেকে এবারও বড়সড় প্রতিক্রিয়া আসতে পারে।
তবে পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক শাহিদ হোসাইনের মতে, পাকিস্তান সীমিত প্রতিক্রিয়ার পথেই হাঁটবে। ভারতশাসিত কাশ্মীরের বাইরে তারা হামলা করবে না।কারণ সরাসরি যুদ্ধের পথে হাঁটতে চায় না ইসলামাবাদ।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন