‘সরকার যেভাবে আছে হয়তো এভাবেই থেকে যাবে’

আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় বর্তমান মন্ত্রিসভা যেভাবে আছে হয়তো সেভাবেই থাকে যাবে বলে আভাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন হওয়ার কথা রয়েছে। যদিও বিএনপিসহ চারটি রাজনৈতিক দলের মোর্চ জাতীয় ঐক্যফ্রন্ট সংসদ ভেঙে দিয়ে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এসব দাবি মানা হবে না বলেও জানিয়ে দিয়েছেন ক্ষমতাসীন নেতারা।

এ দিকে এরই মধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ধারণা দেওয়া হয়েছে, নভেম্বরের শুরুতেই হয়তো প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। আর ডিসেম্বরের মধ্যে নির্বাচনটি শেষ করতে চান তাঁরা।

এই পরিপ্রেক্ষিতে নির্বাচনকে সামনে রেখে আজ রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে সরকারের জ্যেষ্ঠ ও প্রভাবশালী অর্থমন্ত্রীর কাছে গণমাধ্যমকর্মীদের প্রশ্ন ছিল- নির্বাচনকালীন সরকার কবে গঠন হবে?

জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘সরকার যেভাবে আছ হয়তো এভাবেই থেকে যাবে। প্রধানমন্ত্রীও বিষয়টি এভাবেই বলেছেন। তারপরও দেখা যাক কী হয়।’

এ সময় গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট নিয়ে সরকার ‘মোটেও উদ্বিগ্ন নয়’ বলে জানান অর্থমন্ত্রী।

এ সময় দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিত বেশ শান্ত রয়েছে। চেষ্টা করলেও আর কেউ রাজনৈতিক পরিস্থিতি খারাপ করতে পারবে না।

‘বিএনপি এবার নির্বাচনে আসবে। কাজেই রাজনৈতিক পরিস্থিতি আর খারাপ হবে না। ২০১৪ সালে তারা নির্বাচন করেনি। সেবার জ্বালাও-পোড়াও ও ভাঙচুর করে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছিল। এবার আর তারা এটা করতে পারবে না। করলে শক্ত হাতে তা দমন করা হবে’, যোগ করেন অর্থমন্ত্রী।

আবুল মাল আবদুল মুহিত মনে করেন বিএনপি আসন্ন নির্বাচনে অংশ নেবে। যদি বিএনপি অংশ না নেয় তাহলে তারা অস্তিত্বহীন হয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে সাধারণ বিমা করপোরেশনের ২০১৭ সালের লভ্যাংশ বাবদ ৪০ কোটি টাকার ডিভিডেন্ডের চেক অর্থমন্ত্রীর হাতে তুলে দেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এ সময় সাধারণ বিমা করপোরেশন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রোবায়েত-উল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ শাহরিয়ার আহসানসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।