যতবার নির্বাচনে দাঁড়াব ততবারই জিতব : জায়েদ খান

বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির নির্বাচনে জিতে গেলেও বিতর্ক পিছু ছাড়ছে না জায়েদ খানের। ঢালিউডের আলোচিত এ নায়ককে সেসব বিতর্কের জবাবও দিতে হচ্ছে। গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে টানা তৃতীয়বারের মতো শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হন জায়েদ।

শিল্পী জায়েদ খান বলেছেন, ‘আমি কেন জিতব এটা অনেকের মাথাব্যথার বিষয়। আমি তো জিতবই, কারণ করোনাকালে আমি শিল্পীদের লাশ নিয়েছি কাঁধে, কেউ আসেনি ভয়ে। আমি জিতব, কারণ শিল্পীদের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ আছে। আমি যতবার নির্বাচনে দাঁড়াব ততবারই জিতব।’

শুক্রবার অনুষ্ঠিত এই নির্বাচনে নিপুণ আক্তার হারিয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন জায়েদ খান। শনিবার ফল ঘোষণার পর নিপুণ আপিল করেছিলেন। কিন্তু ভোট পুনর্গণনায়ও জয় পান জায়েদ। নিপুণ সংবাদ সম্মেলনে করে সাধারণ সম্পাদক পদে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন।