যবিপ্রবিতে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট শুরু মঙ্গলবার
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আন্তঃবিভাগীয় ফুটবল প্রতিযোগিতা -২০২৩ শুরু হচ্ছে কাল। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি।
৩ই অক্টোবর (মঙ্গলবার) সকাল সাড়ে নয় ঘটিকায় যবিপ্রবির শরীরচর্চা শিক্ষা দপ্তরের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এ প্রতিযোগীতার উদ্বোধন করবেন।
যবিপ্রবির এ আন্তঃবিভাগীয় ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ভেটেরিনারি মেডিসিন অনুষদসহ বিশ্ববিদ্যালয়ের মোট ২৬ টি বিভাগ। প্রাকৃতিক দূর্যোগ অতি বৃষ্টির কারণে খেলার মাঠ পরিত্যক্ত হওয়ায় প্রতিযোগিতার নির্ধারিত তারিখ দুবার পরিবর্তন করেন কর্তৃপক্ষ।
১৬ই অক্টোবর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে এ প্রতিযোগীতার পর্দা নামবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন