যবিপ্রবিতে সাজেছাক নবীনবরণ, সংবর্ধনা ও চড়ুইভাতি অনুষ্ঠিত

নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতির(সাজেছাক) নবীনবরণ ও চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন খেলাধুলা ও লটারি শেষে পুরষ্কার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে সাজেছাকের সভাপতি মো: আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

সাজেছাকের সাধারণ সম্পাদক মো: রিফাত রায়হান ও সাংস্কৃতিক সম্পাদক শ্রেয়সী ঢালী পূজার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি উপস্থিত ছিলেন কেমিকৌশল বিভাগের অধ্যাপক এস এম নূর আলম মনি, হিসাব দপ্তরের উপ-পরিচালক দীন মোহাম্মদ, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক তাপস কুমার চক্রবর্তী, কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মার্জিয়া সুলতানা, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক শোয়েব মোহাম্মদ দ্বীপ ও কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের প্রভাষক এস.কে. সালাউদ্দিন কবির।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, নবীন শিক্ষার্থী, বিদায়ী ব্যাচের শিক্ষার্থী ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা বক্তব্য প্রদান করেন। এসময় বক্তারা বলেন, সাতক্ষীরা জেলা এখন পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় তাদের অবদান রেখে চলেছে। আমরা সবাই একটি পরিবারের মতো।

এখানে কেউ কোনো বিপদে পড়লে আমরা সবাই মিলে সেটা সমাধান করার চেষ্টা করি। নবীন যারা এসেছো তাঁরা মানবিক মানুষ হওয়ার পাশাপাশি নিজেদের পড়ালেখা ও দক্ষতার দিকে খেয়াল রাখবে। মাদকের ছোবল থেকে নিজেদের রক্ষা করবে। এছাড়া নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেন বক্তারা।

এরপর নবীন শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা সামগ্রী দিয়ে বরণ ও বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের কড়ুইতলায় মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। বিকেলে গ্রাম বাংলার হাঁড়িভাঙ্গা, লুডু, চেয়ারসিটিং প্রতিযোগিতা, লটারি ড্র ও পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে সকল শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে নাচ, গান, কবিতা ও অভিনয় পরিবেশনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের সেকশন অফিসার মোঃ সাইদ, কম্পিউটার অপারেটর মোঃ হাফিজ, কেমিকৌশল বিভাগের কম্পিউটার অপারেটর মোঃ আমিনুল, এফ‌এমবি বিভাগের ল্যাব সহকারী মোঃ হেলাল, সিএস‌আরআইএলের টেকনিশিয়ান মোঃ ইকরাম, জেলা অ্যাসোসিয়েশনের সদস্য, নবীন ও বিদায়ী ব্যাচসহ সকল শিক্ষাবর্ষের শিক্ষাথীরা।

উল্লেখ্য, যবিপ্রবিতে কতিপয় শিক্ষার্থীর উদ্যোগ ও একনিষ্ঠ প্রচেষ্টায় ২০১৯ সালে সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতির কার্যক্রম শুরু হয়। সংগঠনটির সূচনালগ্ন থেকে বিভিন্ন সময়ে ত্রাণ সহায়তা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের নানাভাবে সহযোগিতা প্রদান, ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ, সংবর্ধনাসহ বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।