যবিপ্রবিতে সিরাজগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জিন্নাহ-জুবায়ের

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(যবিপ্রবি) সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীদের কল্যাণে গঠিত হয়েছে ‘ ইছামতি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ সিরাজগঞ্জ’। এতে সভাপতি হিসেবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ জিন্নাহ শেখ ও গণিত বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার (১৭ই অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তন কেন্দ্রে (টিএসসি) শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ তানভীর ইসলাম ও এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সুমন রানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন উপস্থিত উপদেষ্টা মণ্ডলী।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ নাঈম ইসলাম ও রসায়ন বিভাগের মোঃ মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক রসায়ন বিভাগের আব্দুল নাফি শাহি ও ফাহিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক ক্লাইমেট এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের মোঃ সজিব সরকার, ইইই বিভাগের মোঃ রাজু আহমেদ ও এগ্রো প্রডাক্ট প্রসেসিং টেকনোলজি বিভাগের জান্নাতুল ফেরদৌস কলি। কোষাধ্যক্ষ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মোঃ মুন্না ইসলাম, উপ-কোষাধ্যক্ষ কম্পিউটার প্রকৌশল বিভাগের মেহেদী হাসান সাম্য, দপ্তর সম্পাদক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মোঃ সায়েম এবং প্রচার সম্পাদক রসায়ন বিভাগের মোঃ আতাহার আলী।

উক্ত অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ জিন্নাহ শেখ তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ জেলা হতে সুদূর যশোরে অবস্থিত ‘যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে’ আমরা ছোট্ট একটি পরিবার। আমরা সবাই এখানে একত্রিত হতে পেরে খুবই আনন্দিত।বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত সকল শ্রদ্ধেয় শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমান ছাত্রছাত্রীদের এক সুতোয় বাঁধার প্রচেষ্টায় এই সংগঠন। যেখানে আমরা একে অপরের খোঁজ নিতে পারি এবং পরস্পরকে যেকোনো সমস্যায় সহযোগিতা করতে পারি। পারস্পরিক ভ্রাতৃত্ব বন্ধন, একতা ও সংহতি বজায় রাখাই এই সংগঠনের একমাত্র উদ্দেশ্য।