যবিপ্রবির সিএসই ক্লাবের নেতৃত্বে লিমন-শিহাব
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(যবিপ্রবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিভাগের ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী এ কে এম এস লিমন ও সাধারণ সম্পাদক পদে ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থী রাকিব হাসান শিহাব।
বুধবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের নিজ কক্ষে সকল বর্ষের শিক্ষার্থীদের ভোট প্রদানের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বিভাগটির অধ্যাপক ড. মোঃ আলম হোসেন।
নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে আরো ছিলেন বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী মির্জা মহিবুল হাসান, মোঃ তসিকুল ইসলাম, মোঃ মাহাবুব আলম ও সদস্য সচিব মাসুম বিল্যাহ্।
নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি পদে মো: প্রিন্স আহমেদ ও মুন্নি খানম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: রাব্বি, সাংগঠনিক সম্পাদক মো: জসীম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ রিছান মাহফুজ ও প্রচার সম্পাদক তীর্থ সাহা।
ক্লাবটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. সৈয়দ মোঃ গালিব এবং উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. মোঃ কামরুল ইসলাম ও সহকারী অধ্যাপক ড. এ এফ এম শাহাব উদ্দিন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন