যমুনা পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, উঠতি ফসল তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্থ কৃষক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/06/News-Photo-Siraj-1-1.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা ছুঁইছুঁই করছে। ফলে জেলার বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে।
গত ১২ ঘণ্টায় ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে শনিবার (১৮ জুন) সকালে শহররক্ষা বাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
একই সময়ে জেলার কাজিপুর উপজেলার মেঘাই ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার এক সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, ইতিমধ্যেই জেলার কাজিপুর মেঘাইঘাট পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। ফলে শহররক্ষা বাঁধ পয়েন্টে আগামী ১২ ঘণ্টার মধ্যে বিপৎসীমা অতিক্রম করবে।
যমুনা নদীতে পানি বৃদ্ধির ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। ইতিমধ্যে জেলার ৫টি উপজেলার নিচুঅঞ্চল ও চরাঞ্চল বন্যাকবলিত হয়ে পড়েছে। এ সকল এলাকার বসতবাড়িতে পানি উঠে পড়ায় বিপাকে পড়েছেন বানভাসীরা। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় নৌকায় চলাচল করছে বানভাসীরা।
এদিকে বন্যাকবলিত এলাকাগুলোর বিস্তীর্ণ ফসলি জমির উঠতি ফসল তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষক।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন