যশোরের জোকা-দিঘীরপাড় হাইস্কুরের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত
উৎসবমুখোর পরিবেশে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের জোকা-দিঘীরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল-২০২২) উক্ত নির্বাচন অত্র বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে স্থানীয় মো. সাখাওয়াৎ হোসেন প্যানেল বিজয়ী হয়েছেন।
যথাক্রমে- অভিভাবক সদস্যপদে মো. দেলোয়ার হোসেন (গালদা)- ১২১ ভোট, মো. কামরুজ্জামান (দিঘীরপাড়)- ১২০ ভোট, মো. আজহারুল ইসলাম (হরিহরনগর)- ১১৬ ভোট, মো. তবিবর রহমান (দিঘীরপাড়)- ১১৩ ভোট ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্যপদে মোছাঃ রাজিয়া সুলতানা (জোকা)- ১০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এদের প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন- অভিভাবক সদস্যপদে আবু সাইদ-০৭ ভোট, আব্দুল মান্নান সরদার-০৫ ভোট ও সংরক্ষিত মহিলা সদস্যপদে মোছাঃ রোজিনা খাতুন- ১৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। মোট ১৯২ ভোটারের মধ্যে ১৪৯ ভোটার, তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এরমধ্যে ১২১ ভোট বৈধ। আর ২৮ ভোট বাতিল করা হযেছে।
এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন- মণিরামপুর উপজেলা সহকারি প্রোগ্রামার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্মকর্তা প্রহলাদ দেবনাথ। সার্বিক নিরাপত্তায় ছিলেন- খেদাপাড়া ও ঝাঁপা পুলিশ ক্যাম্পের সদস্যবৃন্দ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন