যশোরের কৃতিসন্তান দেবাশীষ কর্মকারের পদোন্নতি
যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের পাচাকড়ি গ্রামের কৃতি সন্তান দেবাশীষ কর্মকার সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেছেন।
১৪ ই ফেব্রুয়ারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সরকারি আদশে এই পদোন্নতি লাভ করেন। তিনি ২০১৬ সালে বিসিএস পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন। বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা থেকে এক বছরের মৌলিক প্রশিক্ষণ শেষে খুলনা জেলা পুলিশে শিক্ষানবিশ পুলিশ অফিসার হিসেবে যোগদান করেন।
শিক্ষানবিশ কাল শেষে তিনি বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিট এলিট ফোর্স র্যাবে যোগদান করেন। র্যাবে কর্মকালীন সময়ে গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি সরূপ তিনি ডিজি পদক লাভ করেন।২০১৮-২০২০ সাল পর্যন্ত র্যাবের কর্মকালীন শেষে তিনি পুলিশের আরেক গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগে যোগদান করেন। সর্বশেষ তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার পদে কর্মরত ছিলেন। গোয়েন্দা বিভাগ ও জোনে কর্মকালীন সময়ে গুরুত্বপূর্ণ কাজে অবদানের স্বীকৃতি সরূপ ডিএমপির শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হওয়ার গৌরব অর্জন করেন।
শিক্ষা জীবনে তিনি বালিদহ পাচাকড়ি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ভবদহ কলেজ থেকে এইচএসসি পাশ করেন, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন।
তিনি পাচাকড়ি নিবাসী প্রশান্ত কর্মকার ও চঞ্চলা কর্মকারের জ্যেষ্ঠ সন্তান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন