যশোরের কেশবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সার্বিক তত্তাবধানে (১০ মার্চ) সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ উপলক্ষে র্যালি, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার তানবীর হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে ‘‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” প্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ কাজী রফিকুল ইসলাম।
বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্ল্যা, উপজেলা শিক্ষা অফিসার শেখ আব্দুর রব, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী জয়ন্ত ঠাকুর, অফিস সহকারী নিয়াজ মোহাম্মদ ফয়সাল, কার্য সহকারী মাহাবুব আলম, অফিস সহায়ক ফারুকুজ্জামান, শফিকুল ইসলাম প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন