যশোরের কেশবপুরে উন্নয়ন কর্মকান্ডে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
যশোরের কেশবপুরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় উন্নয়ন কর্মকান্ডে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে নাগরিক উদ্যোগ এর বাস্তবায়নে ক্রিশ্চিয়ান এইড, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু), ব্লাস্ট ও ওয়েভ ফাউন্ডেশন এর সহযোতিায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন। নাগরিক উদ্যোগ এর বিভাগীয় সমন্বয়কারী পলাশ দাসের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, উপজেলা সমাজসেবা অফিসার মুহাঃ আলমগীর হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার সিকদার, উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, নাগরিক উদ্যোগ এর জেলা কর্মকর্তা কাত্তির্ক দাস, ইউপি সদস্য শাহানাজ পারভীন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর রনজিৎ দাস, অরুণ দাস, তৃতীয় লিঙ্গের আকাশ প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন