যশোরের কেশবপুরে জাতীয় ভোটার দিবস উদযাপিত
যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে জাতীয় ভোটার দিবস-২০২৪ উপলক্ষে (২ মার্চ) সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেনের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সুজন কুমার চন্দ্র চন্দের সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে “সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” প্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার রবিউল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও সাংবাদিক এম এ রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোধ্যা, উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার সিকদার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রূপালী রানী, প্রোগ্রাম অফিসার আব্দুস সামাদ।
সহকারি উপজেলা শিক্ষা অফিসার আনিসুর রহমান, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দীন, যুগ্ম-সম্পাদক আরশাদুল ইসলাম, কোষাধ্যক্ষ শিমুল হাসান, ফটো সাংবাদিক রনি হোসেন, মুকুল হোসেন, শংকর কুমার দাস প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন