যশোরের কেশবপুরে পৌরসভার উদ্যোগে ১৩ হাজার মাস্ক বিতরণ
যশোরের কেশবপুরে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। গত দু’দিনে ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
মানুষের স্বাস্থ্য সুরক্ষায় পৌরসভার উদ্যোগে বুধবার ১৩ হাজার মাস্ক ও ৭০টি বড় হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আহসানুল মিজান রুমী বলেন, ‘নমুনা পরীক্ষায় মঙ্গলবার ৬ জন ও বুধবার ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন সংবাদকর্মীও রয়েছেন। করোনা মোকাবেলায় পৌরসভার উদ্যোগে শহরের সকল মসজিদ, মন্দিরসহ সাধারণ মানুষের মাঝে ১৩ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।’
পৌরসভার সচিব মোশাররফ হোসেন বলেন, ‘বুধবার ১৩ হাজার ও ৭০টি বড় হ্যান্ড স্যানিটাইজার মানুষের মাঝে বিতরণের জন্য পৌর মেয়র রফিকুল ইসলাম কাউন্সিলরদের হাতে তুলে দেন।’
এ ব্যাপারে পৌর মেয়র রফিকুল ইসলাম বলেন, ‘পৌর এলাকার মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ অব্যাহত থাকবে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন