যশোরের কেশবপুরে মাস ব্যাপী নাট্য কর্মশালার উদ্বোধন

“অশুভ বিনাশী লড়াই, সুস্থ সংস্কৃতি চর্চা বাড়ায়” এই স্লোগানকে সামনে রেখে যশোরের কেশবপুরে শুক্রবার সকালে কেশবপুর খেলা ঘরের আয়োজনে খেলা ঘরের কার্যালয়ে মাস ব্যাপী নাট্য কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

কর্মশালার উদ্বোধন করেন মধুসূদন একাডেমির পরিচালক ও মধুসূদন গবেষক ও মধু খেলা ঘর আসরের সাহিত্য বিভাগের প্রাক্তন সদস্য কবী খসরু পারভেজ।

কেশবপুর উপজেলা খেলা ঘর আসরের নাট্য বিভাগের সম্পাদক স্বপন কুমার মন্ডল এর সভাপতিত্বে ও মধু খেলা ঘর আসরের আহবায়ক ফেরদৌস কবীর সৌরভের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর পৌর সভার মেয়র রফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় খেলা ঘর আসরের সদস্য ও কেশবপুর উপজেলা খেলা ঘর আসরের সভাপতি আব্দুল মজিদ, কেশবপুর উপজেলা খেলা ঘর আসরের সদস্য সচিব সৈয়দ আকমল হোসেন, কেশবপুর খেলা ঘর আসরের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনিমোহন ধর, কেশবপুর প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হুসাইন, সি পি বি নেতা মফিজুর রহমান নান্নু, আওয়ালগাতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল দাস।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুস্প খেলা ঘর আসরের সভাপতি সোহেল পারভেজ, পূরবি খেলা ঘর আসরের সাহিত্য সম্পাদক বিউটি, নবতরঙ্গ খেলা ঘর আসরের সভাপতি উত্তম রায়, মধু খেলা ঘর আসরের তথ্য প্রযুক্তি সম্পাদক শরিফুল ইসলাম, সূর্য তরুণ খেলা ঘর আসরের সভাপতি আমিনুর, পূরবি খেলা ঘর আসরের সাংগঠনিক সম্পাদক রবি কুন্ডু প্রমুখ।