যশোরের কেশবপুর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
যশোরের কেশবপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। গত সোমবার বিকেলে স্বেচ্ছাসেবক লীগের উপজেলা শাখার আয়োজনে কেশবপুর উপজেলাধীন পৌর, ইউনিয়ন, ওয়ার্ড সমূহের সদস্য সংগ্রহ, নবায়ন ও সম্মেলন অনুষ্ঠিত হয়।
কেশবপুর আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে ওই সম্মেলন অনুষ্ঠানে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেশবপুর উপজেলা শাখার আহবায়ক আব্দুল গফুর গফ্ফারের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতা আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বিটু।
প্রধান বক্তা, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, যশোর জেলা শাখা সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক ও যশোর জেলা আওয়ামীলীগের সদস্য আল হাজ্জ্ব আছাদুজ্জামান মিঠু।
সম্মানিত অতিথির বক্তৃতা করেন, কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম র“হুল আমিন, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও যশোর জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম মোড়ল।
বিশেষ অতিথির বক্তৃতা করেন, কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, যশোর জেলা শাখা সম্মেলন প্রস্ততি কমিটির যুগ্ম আহবায়ক, অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী মিলন, যুগ্ম-আহবায়ক শেখ ইমামুল কবির, যশোর শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাহামুদুল হাসান, যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক জেলা সভাপতি মিকাইল হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, কেশবপুর পৌরসভার আহবায়ক আবুল বাশার, ৩ নং মজিদপুর ইউনিয়নের আহবায়ক রামপ্রসাদ দেবনাথ, ৪ নং আহবায়ক আলমগীর হোসেন আলমগীর, ৫ নং আহবায়ক অধ্যাপক আবুল হোসেন বিশ্বাস, ৯ নং গৌরীঘোনা ইউনিয়নের আহবায়ক আসাদুজ্জামান আসাদ ও সম্পাদক রাকিবুল হাসান মোড়ল কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য আলতাফ হোসেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাবেয়া ইকবাল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি সরদার মুনছুর আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ আছাদুজ্জামান আছাদ।
এসময় উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, আওয়ামিলীগ ও অন্যা সলগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে নতুন সদস্য সংগ্রহ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন