যশোরের কেশবপুর সরকারি হাইস্কুলের পক্ষ থেকে এমপি-কে ফুলেল শুভেচ্ছা
যশোরের কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা পেল সরকারি নিয়োগের চিঠি। গত ৩ এপ্রিল২০২৩ তারিখে ওই সরকারি নিয়োগের চিঠি প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আছাদুজ্জামান এর নিকট পৌছায়।
কেশবপুর পৌরসভার অন্তর্ভুক্ত,কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় টি “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা” কর্তৃক, ২০১৮ সালের ৯ অক্টোবর জাতীয়করণ করা হয়। গত ৩ এপ্রিল ২০২৩ তারিখ সোমবার শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক এডহক নিয়োগ পত্র প্রতিষ্ঠানে পোঁছালে শিক্ষক ও কর্মচারীদের মধ্যে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
চিঠি পেয়ে সর্বপ্রথম ৩ এপ্রিল ২০২৩ প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন-কে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। ৪ এপ্রিল ২০২৩ মঙ্গলবার নিয়োগ পত্র গ্রহণ ও যোগদানের পূর্বে অধ্যক্ষ মোঃ আছাদুজ্জামান এবং সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) প্রবীর কুমার সরকার কে, শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এসময় অধ্যক্ষ মোঃ আছাদুজ্জামান এবং সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) প্রবীর কুমার সরকার জাতীয়করণ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ওই দিন প্রতিষ্ঠানের পক্ষ থেকে গত ৪ এপ্রিল পৌরসভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ কেশবপুর আসনের সাংসদ সদস্য শাহীন চাকলাদার এম পি-কে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর সভার মেয়র রফিকুল ইসলাম, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আছাদুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) প্রবীর কুমার সরকার, সহকারী অধ্যাপক মছিহুর রহমান, হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুজ্জামান, পৌর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দিক (টিটো) প্রমূখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন