যশোরের চৌগাছায় মোটরসাইকেল দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2020/12/Accident-motorcycle-মোটরসাইকেল-দূর্ঘটনা.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যশোরের চৌগাছায় মোটরসাইকেল দূর্ঘটনায় আয়ূব হোসেন (৪৪) নামে এক মুরগী ব্যবসায়ী নিহত হয়েছেন।
তিনি উপজেলার শাহপুর বাজারে পোল্ট্রি মুরগী ব্যবসায়ী।
বৃহস্পতিবার বিকেলে চৌগাছা-যশোর সড়কের মসিয়ূর নগর বাজার মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।
তিনি পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ইদ্রাকপুর গ্রামের এলাহী বক্সের ছেলে।
প্রত্যক্ষদর্শী বিল্লাল হোসেন ও আমিরুল ইসলাম জানান, ‘বৃহস্পতিবার বিকেলে তিনি যশোর থেকে মোটরসাইকেল যোগে চৌগাছার দিকে আসছিলেন। এসময় চৌগাছা-যশোর সড়কের মসিয়ূর নগর বাজার মসজিদের পাশে সড়কের ধারে একটি গাছে ধাক্কা দিলে মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে ভ্যানে করে উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
উপজেলা সরকারি মডেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. নুজহাত বলেন, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’
চৌগাছা হাসপাতালে নিহতের ভাতিজা পল্লী চিকিৎসক শাহরিয়ার হোসেন বলেন, ‘আমার চাচা আয়ূব হোসেন সকালে যশোরে ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে বের হোন। দুপুরের পরে বাড়ি থেকে চাচী ফোন দিয়ে আমাকে বলেন তোমার চাচা চৌগাছা হাসপাতালে, তুমি সেখানে যাও। এখানে এসে দেখছি চাচা মারা গেছেন।’
তিনি জানান, ‘আমার চাচা আয়ূব হোসেনের শাহপুর বাজারে একটি পোল্ট্রি মুরগীর দোকান রয়েছে।’
তিনি আরো বলেন’ ‘আমার পিতা শাহ সেকেন্দারও ১০ বছর আগে সড়ক দুর্ঘটনায় নিহত হন।’
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন