যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/08/Picture-11.08.2021.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছায় ইজিবাইক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত হয়েছেন। নিহত ৩জনই মোটরসাইকেলের আরোহী ছিলেন।
বুধবার (১১ আগস্ট) দুপুর ১টায় মহাসড়কের বেনেয়ালীতে এ দুর্ঘটনা ঘটে। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর ১টার দিকে ঝিকরগাছা থেকে গদখালী যাওয়ার পথে মোটরসাইকেলের বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মোঃ জীবন (১৮) ঘটনাস্থলেই মারা যায়। সে যশোর শহরের শংকরপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
এসময় মোটরসাইকেলের অন্য দুই আরোহী মোঃ নয়ন (২০) ও তৌহিদ হোসেনকে (১৯) গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যান। নয়ন মনিরামপুর উপজেলার রোহিতা গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং তৌহিদ একই এলাকার হাসান মিয়ার ছেলে। নিহতদের লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন