যশোরের ঝিকরগাছা থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নসিমন চালকের মৃত্যু

যশোরের ঝিকরগাছা থানাধীন মাগুড়া ইউনিয়নের কায়েমকোলা গ্রামস্থ কায়েমকোলা বাজারের পাশে কায়েমকোলা টু ছুটিপুর রোডের উপর চলন্ত নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে নসিমন চালক ভিকটিম মো মনা(২৭), পিতা আব্দুল খালেক, সাং চান্দা, থানা ঝিকরগাছা, জেলা যশোর গুরুতর আঘাত প্রাপ্ত হন।
ঘটনাসূত্রে জানা যায়, নসিমন চালক ভিকটিম মো মনা কায়েমকোলা থেকে চৌগাছা যাওয়ার জন্য কায়েমকোলা বাজার পার হলেই সামনে মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং নসিমনটি উল্টে যায়। নসিমন উল্টে গেলে তিনি রাস্তার উপর পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন।
স্থানীয় উপস্থিত লোকজন ভিকটিমকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি অদ্য সকাল ০৯:১৫ ঘটিকায় মৃত্যু বরণ করেন। ভিকটিমের মরদেহ যশোর সদর হাসপাতালে রয়েছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন