যশোরের তিন উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে

যশোরের ভারত সীমান্তবর্তী তিনটি উপজেলা ঝিকরগাছা, চৌগাছা ও শার্শা উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়।

ঝিকরগাছার বদরুদ্দীন মুসলিম হাইস্কুল কেন্দ্রে প্রথম এক ঘন্টায় ৩২ জন ভোট প্রদান করেন। এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, কোন ধরণের ঝামেলা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এই কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ১৩৩ জন।

এ উপজেলার কৃষ্ণনগর প্রাইমারি স্কুল কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৬শ’ ৯ জন। প্রথম এক ঘন্টায় এই কেন্দ্রে ৩৫ জন ভোট প্রদান করে বলে জানান প্রিজাইডিং অফিসার আনিসুর রহমান।

তিন উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই হাজার পুলিশ ও চার হাজার আনসার সদস্য নিয়োজিত আছেন। এর পাশাপাশি র‌্যাব, পুলিশের সমন্বয়ে মোবাইল টিম ও গোয়েন্দারাও নিয়োজিত রয়েছেন।