যশোরের নাভারনে আনসার ব্যাটালিয়নের জাতীয় পতাকা প্রদক্ষিণ, র্যালী
মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদায় উদযাপন (২৬মার্চ ২০২১ থেকে ১৬ ডিসেম্বর ২০২১ পর্যন্ত) উপলক্ষ্যে যশোরের শার্শা উপজেলার নাভারণে ৭ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য পতাকা প্রদক্ষিণ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দেশের সকল ইউনিটের ন্যায় বুধবার সকালে ব্যাটালিয়ন সদরদপ্তরে ৫০ জন বিভিন্ন পদবির ব্যাটালিয়ন সদস্য ৫০টি জাতীয় পতাকা নিয়ে ৫০ মিনিট ব্যাপী এক বর্ণাঢ্য পতাকা প্রদক্ষিন র্যালীর আয়োজন করে।
মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এই বর্ণাঢ্য পতাকা প্রদক্ষিন র্যালী ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে বের হয়ে নাভারন-সাতক্ষীরা সড়কের কিছু অংশ প্রদক্ষিণ শেষে যশোর-বেনাপোল সড়কের সাতক্ষীরা মোড় ঘুরে ব্যাটালিয়ন সদর দপ্তরে এসে শেষ হয়।
বর্ণাঢ্য পতাকা প্রদক্ষিন র্যালীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোল্যা আবু সাইদ।
আরো উপস্থিত ছিলেন কোম্পানী কমান্ডার ওবায়দুর রহমান সহ অত্র ব্যাটালিয়নের বিভিন্ন পদবীর সদস্যবৃন্দ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন