যশোরের নাভারন ক্লিনিক থেকে চুরি যাওয়া সেই নবজাতক ১৯ দিন পর উদ্ধার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/09/20210929_002841.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যশোরের শার্শার নাভারন ক্লিনিক থেকে চুরি যাওয়া সেই একদিনের নবজাতককে ১৯ দিন পর উদ্ধার করেছে জেলা পিবিআই এর টিম।
ঝিকরগাছার বাঁকড়া এলাকা থেকে পিবিআই সদস্যরা চুরি যাওয়া নবজাতককে উদ্ধার করে।
শিশুটি উদ্ধার হলেও সিসিটিভি’ ফুটেজের সেই বাচ্চা কোলে করে পালিয়ে যাওয়া মহিলাকে পিবিআই সদস্যরা আটক করতে পারেনি।
তাকে আটকের চেষ্টা চলছে বলে প্রেস রিলিজে জানানো হয়েছে।
পিবিআই যশোর জেলা পুলিশ সুপার রেশমা শারমিন প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছেন, ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার যশোরের ঝিকরগাছা থানার বাকড়া এলাকা থেকে চুরি যাওয়া ১ দিন বয়সের নবজাতকটিকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে নবজাতকটি সুস্থ আছে। এসময় কাউকে আটক করা যায়নি।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে শার্শা থানার উত্তর বুরুজবাগান এলাকায় অবস্থিত নাভারণ ক্লিনিক থেকে একদিন বয়সের একটি নবজাতক চুরি হয়। সেসময় সিসিটিভি ফুটেজে একজন মুখ ঢাকা মহিলাকে নবজাতকটি নিয়ে পালিয়ে যেতে দেখা যায়।
অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে না পেয়ে শিশুটির বাবা মা পুলিশকে জানান।
পরে পিবিআই মামলাটি তদন্ত করে ১৯ দিন পর চুরি হওয়া সেই নবজাককে উদ্ধার করে।
ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন