যশোরের বেগমপুরে সরকারী সম্পত্তি থেকে ১০ টি গাছ কেটে বিক্রির অভিযোগ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/05/images-1_1.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কেশবপুরের বেগমপুরে সরকারী সম্পত্তি থেকে ১০ টি গাছ কেটে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার ০৪ নং বেগমপুর মৌজার ৫১৮ নং খতিয়ানের ৬৭৯ নং দাগের ৭ দশমিক ৬৭ শতক সরকারী জমির উপর ৬টি মেহগনি গাছ, ১টি আম গাছ ও ৩টি কাঠালগাছ লাগানো ছিল।
বেগমপুর গ্রামের মৃত হারাধান দাসের পূত্র তাপস দাস ও মহিতোষ দাস গত ১২ মে উক্ত ১০ টি গাছ বিক্রয় করে আতœসাৎ করেছে। বিক্রয়কালে উপজেলা ভূমি অফিসে জানানো হলে সাতবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা গাছ কাটতে নিষেধ করলেও তাপস দাস ও মহিতোষ দাস তা না মেনে স্থানীয় ব্যাপারী হোসেনের পূত্র শাহীনের নিকট বিক্রয় করে দেয়।
ব্যাপারী উক্ত গাছ কেটে নিয়েছে। এব্যাপারে সরকারী গাছ আত্নসাৎকারীর বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ১৪ মে বেগমপুর গ্রামের বিধান দাস উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বরাবর লিখিত অভিযোগ করেছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন