যশোরের বেনাপোলে গাঁজাসহ যুবক আটক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/07/IMG_20210706_205340.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যশোরের বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রাম থেকে দেড় কেজি ভারতীয় গাঁজাসহ হাফিজুর রহমান (২৪) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৬ এর সদস্যরা।
আটক হাফিজুর রহমান বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামের মাহবুব শেখের ছেলে।
যশোর র্যাব-৬ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘মঙ্গলবার (৬ জুলাই) বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে স্কোয়াড কমান্ডার লে. এম সারোয়ার হুসাইন এক্স বিএন এর নেতৃত্বে ভবেরবেড় পশ্চিম পাড়া গ্রামে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজা সহ হাফিজুর রহমানকে হাতেনাতে আটক করা হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটক আসামিকে যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন