যশোরের বেনাপোলে জামাত-শিবিরের ২৩ নেতা-কর্মী গ্রেফতার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/02/IMG-20230219-WA0002-1-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ পুটখালী গ্রামে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ২৩ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে পুটখালী গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বাসিন্দা।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পুটখালি ইউনিয়নের বারোপোতা গ্রামে শনিবার রাতে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা গোপন বৈঠক করছিল। এমন সংবাদের ভিত্তিতে নাভারন সার্কেলের এএসপি স্যারের নেতৃত্বে আমরা সেখানে অভিযান চালাই। পুলিশর উপস্থিতি দেখতে পেয়ে তারা পুলিশের উপর ইট পাটকেল, লাঠি দিয়ে হামলা চালায়।
এ সময় পুলিশ অভিযান চালিয়ে ২৩ নেতা-কর্মীকে গ্রেফতার করে। এছাড়া ৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক যশোর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন