যশোরের বেনাপোলে পাসপোর্ট যাত্রীর পেট থেকে ৪ পিচ স্বর্ণের বার উদ্ধার

যশোরের বেনাপোলে ৪ পিচ স্বর্ণের বারসহ ইমাম হোসেন জীবন (২৪) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বেনাপোল শুল্ক গোয়েন্দা সদস্যরা।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক জীবন শরীয়তপুর জেলার পালং থানার চাতানিকান্দি গ্রামের আব্দুল হালিম মুন্সির ছেলে। তার পাসপোর্ট নাম্বারঃ BT0536809।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী জানান, গোপন খবরের ভিত্তিতে জানতে পারি এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রী স্বর্ণের একটি চালান নিয়ে ভারতে প্রবেশ করবে। এমন সংবাদে বেনাপোল ইমিগ্রেশনের প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে সন্দেহভাজন ওই যাত্রীকে আটক করে জেরাপূর্বক তল্লাশী করা হয়।
পরে, তার পেট থেকে ৪ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।