যশোরের বেনাপোলে ভাষার প্রতি শ্রদ্ধা জানতে ফ্রী-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
মহান ২১শে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেনাপোলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) সকাল ১১টায় বেনাপোল চেকপোস্টে এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি উদ্বোধন করা হয়।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন সাংসদ আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
এসময় ফ্রী রক্তদান ও ডায়েবেটিস পরীক্ষাসহ দিনব্যাপী বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।
ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য এডভোকেট মনিরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, অধ্যক্ষ ইব্রাহিম খলিল, মাহবুব আলম লাভলু ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন