যশোরের বেনাপোলে রাস্তা পারাপারের সময় বাসচাপায় শিশুর মৃত্যু
যশোরের বেনাপোলে রাস্তা পারাপারের সময় রাজ ইসলাম (১১) নামে এক শিশু বাসচাপায় নিহত হয়েছেন।
শনিবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের কাগজপুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজ ইসলাম বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের মনিরের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে রাজ ইসলাম সড়ক পার হচ্ছিলো। এ সময় শিবচর থেকে ছেড়ে আসা বেনাপোল গামী স্টার ডিলাক্স পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ঘাতক বাসটিকে জব্দ করে।
বাসের অতিরিক্ত গতি ও চালকের অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের দাবি।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করাসহ ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।
কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়ায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন