যশোরের বেনাপোলে সাংবাদিক মাসুদ’র পিতৃ বিয়োগ
দীর্ঘদিন অসুস্থ হয়ে, পৃথিবীর মায়া ত্যাগ করে’ না’ ফেরার দেশে চলে গেলেন বেনাপোল পৌরসভার ৯নং ওয়ার্ড বড় আঁচড়া গ্রামের বিএনপির কর্মী ও সাংবাদিক মাসুদ শেখের পিতা মাওলা শেখ পটল।
দীর্ঘ দিন শারীরিক ভাবে অসুস্থ হয়ে যশোর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর ৬ টার সময় তিনি মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৬৮) বছর। তিনি ১স্ত্রী, ৩ ছেলে ১ কন্যা সন্তানসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।
জোহর নামাজ বাদ বেনাপোল বড় আঁচড়া গ্রামের বাগে জান্নাত মাদ্রাসা প্রাঙ্গনে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুম এর মরাদেহ দাফন করা হয়েছে।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ মরহুমের আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উক্ত জানাযা নামাজে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, বড় আঁচড়া ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস আলী ইদু,সাধারণ সম্পাদক আতিয়ার রহমান ও গ্রামবাসী সহ ধর্মপ্রাণ মুসলমান বৃন্দ এবং বিএনপির সকল পর্যায়ের নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




