যশোরের বেনাপোলে সোনার বারসহ পাচারকারী আটক
যশোরের বেনাপোল দিয়ে ভারতে পাচারের সময় ১০পিচ সোনারবার সহ মনিরুজজামান (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। রবিবার সকালে নাভারন এলাকা থেকে তাকে আটক করা হয়।
সোনা গুলো বেনাপোল দিয়ে ভারতে পাচার করবে বলে বিজিবির কাছে স্বীকার করেন। সে বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের শের আলীর ছেলে।
যশোর-৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদে জানতে পারি এক স্বর্ণ পাচারকারী ঢাকা থেকে ১০ সোনারবার নিয়ে ভারতে পাচারের উদ্দেশে গাড়িতে করে বেনাপোলের দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে নাভারন বাজারে গাড়িটি থামিয়ে মনিরুজজামান কে তল্লাশি করে ১০টি সোনারবার সহ তাকে আটক করা হয়।
আটককৃত স্বর্ণের সিজারমুল্য ১ কোটি ১ লক্ষ ৩৯ হাজার চারশত টাকা। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন