যশোরের বেনাপোল সীমান্তে ৩ কেজি ৩৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/01/IMG_20230110_160956-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যশোরের বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে ৩কেজি ৩শ৫০গ্রাম (১৮৮ভরি)ওজনের ০৬টি স্বর্নের বার উদ্ধার করেছ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। যার বাজার দর আনুমানিক ২ কোটি ৬১ লাখ ২৫ হাজার টাকা।
খুলনা ২১ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে কর্নেল তানভির রহমান জানান. বিজিবি গোপন সংবাদে জানতে পারেন দৌলতপুর সীমান্তের ইছামতি নদী এলাকা দিয়ে ভারতে স্বর্নের চালান পাচার হচ্ছে।
এখবরে সিও তানভির রহমানের নের্তৃত্বে একদল বিজিবি সদস্য বেনাপোল দৌলতপুর কামারবাড়ী পোস্টের পাশে ভারতের আংরাইল সীমান্তের ৩শ গজ অদূরে অভিযান চালায়।
এসময় বিজিবির উপস্তিতি টের পেয়ে স্বর্নের চালান ফেলে ভারতে পালিয়ে যায় পাচারকারী। মঙ্গলবার (১০ জানুয়ারী) দুপুরে স্থানীয় গনমাধ্যম কর্মিদের উপস্তিতিতে কেউটোফেনা ও কাদার মধ্য থেকে জব্দ করা হয় স্বর্নের চালান।
এ নিয়ে এ সীমা্ন্তে প্রায় অর্ধশত কেজি স্বর্ন উদ্ধার করেন বিজিবি। রাঘব বোয়ালদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান বিজিবি কর্মকর্তা তানভির রহমান। আটককৃত স্বর্নের চালান বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন