যশোরের ভবদহ অঞ্চলের সমস্যার স্থায়ী সমাধানে জামায়াতে ইসলামী’র সমাবেশ

যশোরের ভবদহ অঞ্চলের স্থায়ী জলাবদ্ধতা ও খাল সংস্কার সমস্যার সমাধানের দাবিতে জামায়াতে ইসলামী আয়োজিত এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বিকেলে ভবদহ কলেজ মাঠে জামায়াতে ইসলামী ও ভবদহ-আমডাঙ্গা খাল সংস্কার আন্দোলন কমিটির যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন এস. এম. মনজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামী যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন- অ্যাডভোকেট গাজী এনামুল হক ও অধ্যাপক মুক্তার আলী।

এছাড়াও জামায়াতে ইসলামী’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন। বক্তারা বলেন- ভবদহ অঞ্চলের কৃষকদের জীবন-জীবিকা রক্ষায় দ্রুত খাল সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং বোরো মৌসুমের আগে অন্তত পাঁচটি বড় পাম্প মেশিন স্থাপন করে সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে।

তাদের দাবি, সরকারের কার্যকর উদ্যোগ ও স্থানীয় জনগণের অংশগ্রহণ ছাড়া ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা সমস্যা কখনোই স্থায়ীভাবে সমাধান হবে না।