যশোরের মণিরামপুরে ছাদে ধান শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
যশোরের মণিরামপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে লাবনী বেগম (৩২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ মে) দুপুরে পৌরশহরের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লাবনী বেগম ওই গ্রামের শাহিন হোসেনের স্ত্রী।
নিহতের পরিবার সূত্রে জানা যায়- এদিন দুপুরে কামালপুর গ্রামের মিজান হোসেন নামে এক প্রবাসীর বাড়ির ছাদে লাবনী ধান শুকানে যান। লাবনী বেগমের দেড় বছর বয়সী হাবিবা নামে এক শিশু কন্যা রয়েছে। কন্যা নিয়ে উর্মি বেগম নামে এক নারী ওই বাড়ির ছাদে লাবনীকে খুজতে যান। সেখানে শুকনো ধানের উপর লাবনীকে পড়ে থাকতে দেখে চিৎকার করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক লাবনীকে মৃত ঘোষনা করেন।
নিহতের স্বামী শাহিন হোসেন বলেন- দেড় বছর বয়সী হাবিবা খাতুন ও সাজিম হোসেন (৮) নামে দুই সন্তান রয়েছে। ছাদে ধান শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্ত্রী লাবনী বেগম মারা গেছেন।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন- হাসপাতালে আনার পূর্বেই লাবনী বেগমের মৃত্যু হয়েছে।
মণিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন- ঘটনাস্থলে পুলিশ পাঠান হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন