যশোরের মণিরামপুরে ধর্ষক আলাল আটক
যশোরের মণিরামপুর থেকে ধর্ষণ মামলার আসামি আলাল বিশ্বাসকে আটক করেছে র্যাব।
আটককৃত আলাল উপজেলার গোপিকান্তপুর বিশ্বাসপাড়ার মৃত পাঁচু বিশ্বাসের ছেলে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল-২০২২) রাতে বাড়ির এলাকা থেকে তাকে আটকের পর মণিরামপুর থানায় সোপর্দ করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে- ধর্ষণ ঘটনার পর থেকে পলাতক ছিল আলাল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব তাকে আটক করে। পরে তাকে মণিরামপুর থানা পুলিশের মাধ্যমে যশোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়- গত ২৫ এপ্রিল দুপুরে গোপিকান্তপুর গ্রামে রহিম বক্সের বাগানে আট বছরের এক শিশু তার বন্ধুদের সাথে খেলা করছিল। ওইসময় আলাল ওই শিশুকে ছাগলের খাওয়ার জন্য কাঁঠালের পাতা দেয়ার কথা বলে ডেকে পাশের একটি বাঁশ বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় ওই শিশুর মা গত বৃহস্পতিবা (২৮ এপ্রিল-২০২২) মণিরামপুর থানায় মামলা করেন। মামলার পর পালিয়ে যায় আলাল। সর্বশেষ, যশোর র্যাব সদস্যরা অভিযান চালিয়ে আলালকে আটক করে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন