যশোরের মণিরামপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সার জব্দ ও জরিমানা
যশোরের মণিরামপুরে অবৈধভাবে সার মজুদ ও বিক্রির অপরাধে আজিজুর রহমান নামে এক দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তার মজুদকৃত ৬০ বস্তা সার জব্দ করা হয়েছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার রাজগঞ্জ এলাকার আটঘরা নেংগুড়া বাজারে সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসান উপস্থিত ছিলেন।
এসিল্যাণ্ড আলী হাসান বলেন- আটঘরা নেংগুড়া বাজারে মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সের মালিক আজিজুর রহমান বিনা অনুমতিতে সার মজুদ ও বিক্রি করছিলেন। অভিযান চলা সময়ে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এ সময় তার হেফাজতে থাকা ৩৭ বস্তা ইউরিয়া, ৩ বস্তা ট্রিপল সুপার ফসফেট (টিএসপি), ১৭ বস্তা সালফার ও এক বস্তা মিউরেট অব পটাশ (এমওপি) সার জব্দ করা হয়েছে।
এসিল্যাণ্ড আলী হাসান বলেন, কৃষি অধিদপ্তরের অনুমতিহীন সার মজুদ ও বিক্রির দায়ে আজিজুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ ৬০ বস্তা সার উপজেলা কৃষি কর্মকর্তার হেফাজতে দেওয়া হয়েছে এবং আজ রোববার (৪ সেপ্টেম্বর) সরকারি দরে সারগুলো বিক্রি করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন