যশোরের মণিরামপুরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে চিকিৎসকসহ ২ জনের সাজা
যশোরের মণিরামপুরে ভ্রাম্যামাণ আদালত মাদক রাখার অপরাধে হোমিও চিকিৎসকসহ দুইজনকে জরিমানাসহ সাজা দিয়েছেন।
জানাগেছে, রফিকুল ইসলাম (৪৩) নামের এক হোমিও চিকিৎসককে এলকোহল রাখার অভিযোগে ১ মাসের সাজা ও এক হাজার টাকা এবং গাঁজা রাখার অপরাধে শাওন (১৯) নামের এক কিশোরকে এক মাসের সাজা ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৯ অক্টোবর) দুপুরে ও সন্ধ্যায় মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান পৃথক অভিযান চালিয়ে তাদেরকে এ দণ্ড দেন।
রফিকুল ইসলাম জালালপুর গ্রামের হযরত আলীর ছেলে। তিনি ১০ বছর ধরে স্থানীয় বাজারে হোমিও চিকিৎসের কাজ করছেন। আর কিশোর শাওন উপজেলার দূর্গাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।
পৃথক এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর কার্যালয়ের উপপরিদর্শক নিরঞ্জন অধিকারী ও উপপরিদর্শক নূর মোহাম্মদ উপস্থিত ছিলেন।
আলী হাসান বলেন, রফিকুল ইসলাম হোমিও চিকিৎসক না হয়েও মানুষকে চিকিৎসা দিচ্ছিলেন। তাঁর কাছে ১০ বোতল রেকটিফাইড স্প্রিট ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে। এসব অপরাধে তাঁকে এক মাসের বিনাশ্রম সাজা ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসিল্যাণ্ড বলেন, এছাড়া গাঁজা সেবন ও রাখার অভিযোগে মণিরামপুর প্রাণি সম্পদ দপ্তরের পাশে অভিযান চালিয়ে শাওন নামে এক কিশোরকে এক মাসের সাজা দেওয়া হয়েছে। তাঁর কাছে ১০০ গ্রাম গাঁজা পাওয়া গেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন