যশোরের মণিরামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ভাইয়ের মৃত্যু, বোন গুরুত্বর আহত
যশোরের মণিরামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন মুত্তাকিন হৃত্তিক (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় গুরুত্বর আহত হয়েছেন বন্যা চৌধুরী নামে এক নারী (২৪)। শুক্রবার (১৯ আগস্ট-২০২২) দুপুরে মণিরামপুর নওয়াপাড়া সড়কের কুচলিয়া ওয়াবদা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত মাহিন খুলনার ফুলতলা উপজেলার দামুধার গ্রামের মোফাজ্জেল তালুকদারের ছেলে। তিনি যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। আর আহত বন্যা চৌধুরী একই এলাকার এনামুল কায়েসের স্ত্রী। সম্পর্কে মাহিন ও বন্যা মামাতো ফুফাতো ভাই বোন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মণিরামপুর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব বিশ্বাস বলেন- দুপুরে মোটরসাইকেলে চড়ে মাহিন ও বন্যা মণিরামপুরে আসছিলেন। তারা কুচলিয়া ওয়াবদা নামক স্থানে মোড় ঘুরতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এসময় পড়ে গিয়ে ঘটনাস্থলে মাহিনের মৃত্যু হয়।
প্রণব বিশ্বাস বলেন- দুপুর ১টা ৩০ মিনিটে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এরপর মেয়েটিকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসি। বন্যা চৌধুরীর স্বামী এনামুল কায়েস বলেন- আমার স্ত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা। শুক্রবার (১৯ আগস্ট- ২০২২) দুপুরে মণিরামপুরের রাজগঞ্জে তাকে এক কবিরাজ দেখাতে নেওয়ার কথা ছিল। আমি ব্যবসায়ীক কাজে ব্যস্ত থাকায় মামাতো ভাইয়ের সাথে বন্যাকে মণিরামপুরে পাঠিয়েছিলাম।
এনামুল কায়েস বলেন- আমার স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক। তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তাকে মণিরামপুর থেকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- নিহত যুবকের লাশ আমাদের হেফাজতে আছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন