যশোরের মণিরামপুরে সাবেক ইউপি চেয়ারম্যান নাজমুস সাদাতের মৃত্যু
যশোরের মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুস সাদাত ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)
শনিরার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে মস্তিষ্কের রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৭ বছর। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন।
নাজমুস সাদাত নেহালপুর ইউনিয়ন বিএনপির বর্তমান কমিটির সভাপতি। এরআগে তিনি ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
মণিরামপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন নাজমুস সাদাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শহীদ ইকবাল বলেন, নাজমুস সাদাত কিছু দিন ধরে অসুস্থ ছিলেন। শনিবার সকালে বালিধা গ্রামে নিজ বাড়িতে স্ট্রোক করেন তিনি। এরপর স্বজনরা দ্রুত তাকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক নাজমুস সাদাতকে মৃত ঘোষণা করেন।
শনিবার বিকেল ৫ টায় পাঁচাকড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে বালিধা গ্রামে পারিবারিক কবরস্থানে সাবেক এ জনপ্রতিনিধির দাফন সম্পন্ন করা হয়েছে বলে জানাগেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন