যশোরের মণিরামপুরে স্বীকৃতি না পাওয়া এক মুক্তিযোদ্ধার ইন্তেকাল
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/08/images-4-4.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মণিরামপুর উপজেলার হানুয়ার গ্রামে স্বীকৃতি না পাওয়া এক মুক্তিযোদ্ধা শামছুর রহমান (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে রাজেউন)।
বৃহস্পতিবার (১৮ আগস্ট- ২০২২) রাত ৯ টার দিকে তিনি নিজবাড়িতে বাধর্ক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার (১৯ আগস্ট- ২০২২) সকাল ১০টার পর স্থানীয়ভাবে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে মরহুম শামছুর রহমানের। পারিবারিক সূত্রে জানাগেছে- মরহুম শামছুর রহমান মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার পাকিস্তানি সেনা ও দেশীয় রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তিনি একজন আওয়ামী পরিবারের সন্তান। তারপরেও মুক্তিযোদ্ধার স্বীকৃতিটা জোটেনি তার ভাগ্যে।
শুক্রবার (১৯ আগস্ট- ২০২২) সকালে উপজেলার রাজগঞ্জ বাজারের জাকিরের চায়ের দোকানে বসে রাজগঞ্জ এলাকার রামনাথপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক বিমল হাজরা বলেন- মুক্তিযোদ্ধার তালিকায় শামছুরের নাম না থাকলেও তিনি একজন মুক্তিযোদ্ধা। তিনি মুক্তিযুদ্ধের সময় আমাদের সাথে ছিলেন। তিনি মুক্তিযোদ্ধার স্বীকৃতি, কি কারণে পাননি তিনি বলতে পারবেন না।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন