যশোরের মনিরামপুরের ঝাঁপায় বিদ্যুতায়িত হয়ে ঘের ব্যবসায়ীর মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/04/images-8-2.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপায় বিদ্যুতায়িত হয়ে এক ঘের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার (১৬ এপ্রিল) দুপুরে ঝাঁপা বাজারের পাশে তার মাছের ঘেরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী শফিকুল ইসলাম শফি (৩৭) উপজেলার মল্লিকপুর গ্রামের মোঃ শাহাদাৎ বিশ্বাসের ছোট ছেলে এবং দুই সন্তানের জনক। সে মাছের ঘেরের ব্যবসায়ী।
স্থানীয়রা জানায়- রবিবার দুপুরে ঝাঁপা বাজারের পাশের মাছের ঘেরের পাড়ে মেশিনে কাজ করছিলো। এসময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঝাঁপা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সনজিত কুমার এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন