যশোরের মনিরামপুরের রাজগঞ্জ হাইস্কুলে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত

‘যুক্তির আলোয় খুঁজি মানুষের মুক্তি; জয় নয়, জানাটাই জরুরি’ এই স্লোগান নিয়ে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে ‘মোবাইল ফোন ব্যবহার’ পক্ষে-বিপক্ষে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) বিদ্যালয় অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. কে. এম ইউনুস আলম সভাপতিত্ব করেন এবং বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।

এছাড়াও উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাসুদ কামাল তুষার, জামশেদ আলী, শ্যামল কুমার বিশ্বাস সহ সকল শিক্ষক মন্ডলি। এ বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠানে বিচারক মন্ডলি ছিলেন- সিনিয়র শিক্ষক উত্তম কুমার পাল, আব্দুল মাজিদ, হাবিবুর রহমান।

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে বিদ্যালয়ের ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন- বিদ্যালয়ের শিক্ষক নূরুল ইসলাম।