যশোরের মনিরামপুরে পাওয়ারটিলারে জড়িয়ে শিশু চালক নিহত
ক্ষেতে চাষকাজ করার সময় পাওয়ারটিলার উল্টে, তাতে জড়িয়ে অয়ন হোসেন (১০) নামের এক শিশু চালক নিহত হয়েছে।
সোমবার (০৬ নভেম্বর) দুপুরে যশোরের মনিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের নোয়ালী গ্রামের একটি মাঠে ঘটনাটি ঘটে। অয়ন ওই গ্রামের মফিজুর রহমানের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আজব আলী জানান- অয়ন হোসেন স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। স্কুলের ফাঁকে গত দুই বছর ধরে পাওয়ার টিলার চালকের সহযোগী হিসেবে কাজ করে আসছিল সে। মাঝেমধ্যে অয়ন নিজেও পাওয়ারটিলার চালাত।
এদিন নোয়ালী গ্রামের ইসরাফিল স্থানীয় একটি মাঠে পাওয়ারটিলার দিয়ে জমিচাষ করছিলেন। হঠাৎ তেল ফুরিয়ে যাওয়ায় তিনি পাওয়ারটিলার রেখে তেল আনতে যান। এই সুযোগে অয়ন চাষকাজ চালাচ্ছিল। একপর্যায়ে ক্ষেতের আইলে এক চাকা উঠে গেলে পাওয়ারটিলার উল্টে যায়। এতে পড়ে গিয়ে পাওয়ারটিলারের হালের মধ্যে জড়িয়ে ও মারাত্মক আঘাতে রক্তাক্ত হয়ে ঘটনাস্থলে মারা যায় অয়ন।
রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র থেকে বলা হয়েছে- শিশু অয়নের মৃত্যুর ব্যাপারে কারো অভিযোগ নেই। এজন্য স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন