যশোরের মনিরামপুরে “প্রযুক্তি নির্ভর বিশ্বল্প সম্ভাবনা ও চ্যালেঞ্জ”শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

যশোরের মনিরামপুরে “প্রযুক্তি নির্ভর বিশ্বল্প সম্ভাবনা ও চ্যালেঞ্জ “শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) মনিরামপুর পৌরশহরে বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব মনিরামপুর (বিপ্রকম) সেমিনারের আয়োজন করে। মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের গণিত বিভাগের অধ্যাপক আব্দুস সবুরের সভাপতিত্বে ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মাদ বাবুল আকতারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- আইসিটির সিনিয়র মাস্টার ট্রেইনার ও প্রেসক্লাবের সভাপতি এসএম মজনুর রহমান।
সাধারণ সম্পাদক ও ইলেকট্রনিক্স এন্ড ফলিত পদার্থ বিজ্ঞানের বিশ্ববিদ্যালয়ের পোস্টগ্রাজুয়েট মোতাহার হোসেন দুষ্টু, মনিরামপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জিএম মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মনিরামপুর মহিলা কলেজের আইসিটি বিভাগের অধ্যাপক বিএম আব্দুল হালিম, মনিরামপুর সরকারী সরকারী কলেজের অধ্যাপক সাজেদুর রহমান।
সুভাষিনী কলেজের জীব বিজ্ঞানের অধ্যাপক গৌতম রায়, মুক্তেশ্বরী কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপক গৌতম সরকার, মশিয়াহাটী কলেজের গণিত বিভাগের অধ্যাপক অনুপ রায়, মনিরামপুর ফাজিল মাদ্রাসার পদার্থ বিজ্ঞানের অধ্যাপক সঞ্জয় সরকার, কুয়াদা স্কুল এন্ড কলেজের জীববিজ্ঞানের অধ্যাপক সঞ্জয় কুমার দে প্রমূখ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকুরিয়া কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক শাহীন আলম। সেমিনারে উন্মুক্ত আলোচনা সেশন পরিচালনা করেন নেংগুড়াহাট ফাজিল মাদ্রাসার পদার্থ বিজ্ঞানের অধ্যাপক মোকলেছুর রহমান, বালিয়াডাঙ্গা বানপুর কলেজের অধ্যাপক আব্দুল্লাহ মোড়ল ও গোপালপুর স্কুল এন্ড কলেজের প্রভাষক শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, উদ্যোক্তা এবং নীতিনির্ধারকরা অংশগ্রহণ করেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন