যশোরের মনিরামপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মনিরামপুর পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সাইফুল ইসলামের নিজ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ জুন) মনিরামপুর উপজেলার খড়িঞ্চী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা হতে দুপুর সাড়ে ১২টা এবং আড়াই টা হতে বিকাল ৫টা পর্যন্ত এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ফ্রি এ মেডিকেল ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত ২৫৮জন নারী-পুরুষ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং তাদের মাঝে ফ্রি ওষুধও বিতরণ করা হয়।
এ মেডিকেল ক্যাম্পে ডা. মো. সাইফুদ্দীন আহম্মেদ, ডা. তহমিনা ইসলাম, ডা. তন্ময় দাস, ডা. ফারজানা ইয়াসমিন সুমি, ডা. ইয়াসিন আরাফাত এই বিশেষজ্ঞ ডাক্তারগন চিকিৎসা সেবা প্রদান করেন।

এসময় মনিরামপুর পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সাইফুল ইসলাম সহ স্থানীয় আরও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।