যশোরের মনিরামপুরে মানবাধিকার সুরক্ষা দলের বার্ষিক প্রশাসনিক সভা অনুষ্ঠিত

যশোরের মনিরামপুরে নেটজ বাংলাদেশ ও বিএমজেড এর সহায়তায় প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে নারী ও কিশোরীদের মানবাধিকার উন্নয়নে ইউনিয়ন এবং উপজেলা সিএসও (মানবাধিকার সুরক্ষা দল) এর বার্ষিকী প্রশাসনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে মনিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সভাকক্ষে রিসার্স ইনিশিয়েটিভ বাংলাদেশ (রিইব) এর আয়োজনে সাংবাদিক অধ্যাপক আব্বাস উদ্দিনের সভাপতিত্বে উপজেলার ৬টি ইউনিয়ন এবং উপজেলা সিএসও কমিটির বিভিন্ন ক্যাটাগরির সদস্যবৃন্দ ও উপজেলা প্রশাসনের ৪টি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷

উপজেলা প্রশাসনের যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. মৌসুমি আক্তার, সমাজসেবা কর্মকর্তা মো. রোকনুজামান, সাংবাদিক, সমাজসেবক, শিক্ষক, পৌর কাউন্সিলর ও দলিত প্রতিনিধিবৃন্দ এ অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

সভাটি পরিচালনা করেন রিসার্স ইনিশিয়েটিভ বাংলাদেশ (রিইব) এর জেলা সমন্বয়কারী ভানু রাণী। অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন- উপজেলা সিএসও কমিটির সাধারন সম্পাদক মাস্টার নজরুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর গীতা কুন্ডু, প্রভাষক হাসিনা আক্তার কাকলী, মাস্টার এবং সাংবাদিক অশোক কুমার বিশ্বাস, সাবেক কাউন্সিলর পারভিন আক্তার প্রমুখ।

মতবিনিময় সভাটি অর্ধদিবস ব্যাপি বাস্তবায়িত হয় এবং সমাজের পিছিয়ে পড়া এবং মানবাধিকার লঙ্ঘনে করনীয় বিষয়ে আলোচনা ও পরামর্শ প্রদান করা হয়৷