যশোরের মনিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

যশোরের মনিরামপুরে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আফজাল হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আফজাল উপজেলার শ্যামকূড় ইউনিয়নের হালসা গ্রামের ছবেদ আলী সরদারের বড় ছেলে।

নিহতের ব্যবসায়িক পার্টনার হারুন জানান- আফজাল শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তার গ্রামের বাড়ী হালসা থেকে মোটরসাইকেল চালিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান ঝিকরগাছায় যাবার পথে খেদাপাড়া ইউনিয়নের সরনপুর নামক স্থানে মনিরামপুরগামী একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুত্বর আহত হয় আফজাল হোসেন।

স্থানীয়রা তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা হাসপাতালে নিয়ে আসে। কিন্তু কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দ্রুত যশোর সদর হাসপাতালে রেফার করেন।

বেলা সাড়ে ১১টার দিকে আশংকাজনক অবস্থায় যশোর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান- হাসপাতালের পৌছানোর আগেই পথে আফজালের মৃত্যু হয়েছে। এ দূর্ঘটনায় অপর মোটরসাইকেল চালকের কোন খবর জানা সম্ভব হয়নি।