যশোরের মনিরামপুরে যুব মহিলা লীগের উদ্যোগে শোক দিবস ও সিরিজ বোমা দিবসে প্রতিবাদ সভা
যুব মহিলা লীগ মনিরামপুর উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১৭ আগস্ট) জেলা পরিষদ হল রুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালন ও সিরিজ বোমা হামলা দিবসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য এমপি।
উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক তাসরিন সুলতানা শোভার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, যশোর জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, সাধারন সম্পাদক শামীমা আলম সালমা, ভোজগাতী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও তরুন আওয়ামী লীগ নেতা এড. বশির আহমেদ খান।
এ ছাড়া জেলা, উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন