যশোরের মনিরামপুরে রমজানকে স্বাগত জানিয়ে ভ্রাম্যমান সাংস্কৃতিক অনুষ্ঠান

যশোরের মনিরামপুর সাংস্কৃতিক সংসদের আয়োজনে ও পরিবেশনায় শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মাহে রমজানকে স্বাগত জানিয়ে মনিরামপুর উপজেলা ব্যাপি সকল ধর্মপ্রাণ মুসল্লীদের হৃদয়কে জাগরত করতে উপজেলার গুরুত্বপূর্ণ হাট-বাজারে ভ্রাম্যমানভাবে রমজানের গজল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

মনিরামপুর কেন্দ্রীয় মসজিদ সম্মুখ থেকে এ সাংস্কৃতিক পরিবেশনার শুভ সূচনা হয়। মনিরামপুর সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা এইচ. এম শামীমের ব্যবস্থাপনায় ও পরিচালক এস. এম হাফিজুর রহমান উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে ভ্রাম্যমান সাংস্কৃতিক অনুষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের সহকারী পরিচালক ইসমাইল হোসেন, শহীদুল ইসলাম শহীদ হারুন অর রশিদ ও গাজী আম্মার হুসাইন। মাহে রমজানকে স্বাগত জানিয়ে মনিরামপুর সাংস্কৃতিক সংসদের শিল্পীরা অনিন্দ্য সুন্দর রমজানের গজল দর্শকশ্রোতাদের উপহার দেন।

পরিবেশনার মধ্যে রমজানের শিক্ষানীয় ক্ষুদ্র ক্ষুদ্র নাট্যাংশ পরিবেশন করেন- মনিরামপুর সাংস্কৃতিক সংসদের নাট্য শিল্পীরা। অভিনয়ে অংশগ্রহণ করেন- আফরাফুল ইসলাম হাবু, আব্দুল গফুর, এস.এম. হাফিজুর রহমান। গজল পরিবেশন করেন- শিল্পী শহিদুল ইসলাম, মাসুম বিল্লাহ, মেহরাব, শাহীন হোসেন, সাজ্জাদ হুসাইন, আব্দুল আহাদ, মোঃ সাব্বির হোসেন সহ একঝাঁক শিল্পীবৃন্দ।

সংগঠনের উপদেষ্টা এইচ. এম শামীম জানান- মনিরামপুর উপজেলার গুরুত্বপূর্ণ হাটবাজারে এ ভ্রাম্যমান সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিবেশিত হবে রাত নয়টা পর্যন্ত। যেটি চালকিডাঙ্গা বাজারে পরিবেশনার মধ্যদিয়ে শেষ হবে।