যশোরের মনিরামপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

যশোরের মনিরামপুরে সাপের কামড়ে মারুফা খাতুন (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার এড়েন্দা গ্রামে এই ঘটনা ঘটে। মারুফা খাতুন ওই গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী।

সাপের কামড়ে গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রোহিতা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেদী হাসান।
এড়েন্দা গ্রামের মাহমুদুল হাসান বলেন- শনিবার বিকেলে স্থানীয় একটি মাঠে ঘাস কাটতে যান মারুফা। এ সময় তার বাম পায়ের আঙুলে সাপ কামড় বসিয়ে দেয়। বাড়ি ফিরে ঘটনা জানালে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখানে দায়িত্বরত চিকিৎসক মারুফা খাতুনকে মৃত ঘোষণা করেন।

মাহমুদুল হাসান বলেন- আমাদের এলাকায় সাপের উপদ্রব বেশি। কয়েক দিন আগে সাপের কামড়ে এখানে সাকিব হোসেন নামের এক কিশোরের মৃত্যু হয়েছিল।

খেদাপাড়া ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন- সাপের কামড়ে গৃহবধূর মৃত্যুর বিষয়টি আমাদের জানা নেই।